November 13, 2024, 10:50 am
সর্বশেষ:
প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির শরণখোলায় তিন মাসের শিশু চুরির চেষ্টা প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন চেয়ারম্যান ও সদস্যরা সাতক্ষীরায় হার্ট ফাউন্ডেশনের মালিক ডা. ফয়সালের বিরুদ্ধে নারী রোগীকে জুতা দিয়ে পিটানর অভিযোগ বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন আলফাডাঙ্গায় জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা কুলাউড়া ছাত্রলীগের সম্পাদক রুমেল ঢাকায় গ্রেপ্তার চুয়াডাঙ্গার দর্শনার আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে মণিপুরী মাতৃভাষায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিল

  • Last update: Saturday, March 11, 2023

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: অনুষ্ঠানের শুরুতে মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি ভাষা উৎসবে মাতৃভাষায় পরীক্ষায় অংশ নিয়েছেন শতাধিক মণিপুরি শিক্ষার্থী। বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের উদ্যোগে শুক্রবার সকালে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আদমপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
পরে মনিপুরি ভাষায় অনুষ্ঠিত এক লিখিত পরীক্ষায় এ সম্প্রদায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকালে সংগঠনের সভাপতি কবি ও প্রাবন্ধিক এ কে শেরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নামব্রম শংকরের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগম, ভারতের মণিপুর রাজ্যের কবি এন রতন মীতৈ।

বক্তব্য দেন কানাডা প্রবাসী মণিপুরি ভাষা গবেষক নাতাশা, মণিপুরি লেখক ও কবি হাজী আব্দুস সামাদ প্রমুখ।
এ সময় মণিপুরি ভাষা উৎসব স্মারক সংকলন ‘মৈরা’ এর মোড়ক উন্মোচন করা হয়।

২০০৮ সাল থেকে প্রতি বছর মণিপুরি ভাষা উৎসব পালিত হচ্ছে জানিয়ে এ কে শেরাম বলেন, এ সম্প্রদায়ের নতুন প্রজন্ম তাদের মায়ের ভাষা সংরক্ষণ ও জানতে আগ্রহী হয়ে উঠছে। তাই প্রতি বছর মনিপুরি ভাষার উপর লিখিত পরীক্ষা নেওয়া হয়।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC