তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সাধারণ মানুষের নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এই আদালতের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নিসা খানম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম হোসনে আরা বেগম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এ. এস. এম আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুছ মিয়া।
উদ্বোধন শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান মহোদয়ের নির্দেশনায় ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক। এতে সহযোগিতা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. সামছুল আরেফিন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী, জেলা পুলিশ প্রশাসন ও আদালতের কর্মচারীরা।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষায় ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ নিয়মিত পরিচালনা করা হবে।