তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর আড়াই টার দিকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনূর্ধ্ব-১৭), ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমেদ, মৌলভীবাজার- ৩ আসন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোঃ নাসের রিকাবদার, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা আলহাজ্ব মিছবাহুর রহমান প্রমুখ।
আজ উদ্বোধনী খেলায় শুরুতে অংশ নেন শ্রীমঙ্গল বালিকা দল ৪:০ গোলে বড়লেখা বালিকা দলকে এবং বড়লেখা বালক দল ২: ১ গোলে শ্রীমঙ্গল বালক দলকে পরাজিত করে।