তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শাখার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের জারা ইসলাম। তিনি মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্র নেতা।
শুক্রবার মৌলভীবাজার জেলা শাখার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয় প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় প্রিন্স রায় পিয়াস। কাউন্সিলে ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ছাত্রনেতা জারা ইসলাম।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের অধিকার সহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে বিষদভাবে ভূমিকা রেখে নতুন ও নতুনত্বের ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে।
জারা ইসলাম জেলার শ্রীমঙ্গল উপজেলার, শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে অধ্যায়নরত।