তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাঁধার মুখে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপি একাংশের আয়োজনে অবস্থান কর্মসূচীতে পুলিশ বাঁধা দেয়। বিএনপির নেতৃবৃন্দ বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত, সহ-সভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, সহ-সভাপতি সাবেক কাউন্সিল আলহাজ্ব আয়াছ আহমদ, সিনিয়র নেতা মোশাররফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর শাখার সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সদস্য ও পৌর শাখার যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, যুক্তরাজ্য বিএনপির ধর্মবিষয় সম্পাদক আলহাজ্ব এম এ শহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সহ-সভাপতি আব্দুল আহাদ, সহ-সভাপতি শামিম আহমদ, যুগ্ম সা. সম্পাদক শাহান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান, সানি আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্ববাযক সেলিম সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিশাত আহমদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির, জেলা সংগ্রামদলের সভাপতি মোঃ সাহাবউদ্দিন মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ, জেলা ছাত্রদলের সাবেক নেতা এড. সৈয়দ নেপুর আলী, জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক জিনেদ আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুদ চৌধুরী সহ জেলা বিএনপি, পৌর বিএনপি, জেলা ছাত্রদল, জেলা সেচ্ছাসেবক দল, জেলা কৃষক দল, জেলা সংগ্রামদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।