তিমির বনিক,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ার মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। রোজ শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার শ্রীমঙ্গল-নবীগঞ্জ সড়কের মির্জাপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃদ আনোয়ার মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউদা গ্রামে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আনোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ আজ শনিবার (১৯ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন আনোয়ার একজন চিহ্নিত মাদক কারবারি। অতীতেও তার বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশ মৌলভীবাজার জেলা মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে। জেলাকে মাদক মুক্ত হিসেবে তুলে ধরতে চান।