তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজন করে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের। শনিবার সকাল ১২ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলার উদ্বোধক ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। খেলায় ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি পুনম দেবের সভাপতিত্বে ও খেলোয়াড় ও শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, সমাজ সেবক ও সংবাদকর্মী সুমন দাস প্রমুখ।
খেলায় মোট ৩২ টি দলের অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলায় ‘ডক্টরস স্পোটিং ক্লাব শ্রীমঙ্গল’ জয়লাভ করে এবং বুমবুম একাদশ শ্রীমঙ্গল রানার্সআপ হয়। এরই মধ্যে মাঠে উপস্থিত দর্শকদের শাড়িতে থাকা ক্ষুদে ফুটবল প্রেমীদের আবদার স্থানীয় সাংসদের নিকট ফুটবল চাই তাদের তৎক্ষণাৎ ঐ ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের ফুটবল বিতরন করেন। পাশাপাশি ক্রিকেট খেলার সামগ্রী এক সেট বিতরন করেন এমপি।