May 20, 2024, 3:43 am
সর্বশেষ:
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম বিরোধীদের জেলে ঢুকিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মডেলে নির্বাচন করতে চান মোদি: কেজরিওয়াল এসএমই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপালে ৬৩০ জন রোগী পেল বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ  চাল বিতরণে অনিয়মের দায়ে ইউপি সদস্য বরখাস্ত মোরেলগঞ্জের পোলেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ১৩ দোকান পুড়ে ছাই মৌলভীবাজারে নদী রক্ষার বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো: প্রধানমন্ত্রী বেনাপোলে দোয়াত কলম প্রতীকের নির্বাচনী গণসমাবেশ দেশজুড়ে আজ থেকে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যকর

মৌলভীবাজারে কড়া নাড়ছে ম্যারাথন

  • Last update: Wednesday, November 16, 2022

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বছর ঘুরে ডাক দিয়েছে মৌলভীবাজারে আবার শুরু হয়েছে হাফ ম্যারাথনের আয়োজন। এবারের আয়োজনে সাড়ে ৬০০ দৌড়বিদ অংশগ্রহণ করছেন। এর মধ্যে অনেক বিদেশিও অংশ নেবেন। আছেন নারীরাও। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২।

মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এ ম্যারাথনের আয়োজন করছে। প্রতিবারের মতো পর্যটন জেলার সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকেও নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চান আয়োজকেরা। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে এই হাফ ম্যারাথন।

আয়োজকেরা জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনা–পরবর্তী সময়ে অনেকের মধ্যে নানা রকম বিষণ্নতার তৈরি হয়েছে। সাধারণ জীবন যাত্রা চলাচলের অনেকের মধ্যে স্থবিরতা এসেছে। এই অবসাদ, স্থবিরতাকে ভেঙে দিয়ে আবার সবাইকে চাঙা করে তোলাই এই ম্যারাথনের উদ্দেশ্য। এই চায়ের দেশ এই জেলার সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরাও ম্যারাথনের অন্যতম একটা প্রধান দিক। তবে এর সঙ্গে এবার যুক্ত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখা। সেই লক্ষ্যে এবার হাফ ম্যারাথনে মৌলভীবাজার জেলার মানচিত্রের ভেতর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধের ছবি–সংবলিত টি-শার্ট ও মেডেল তৈরি করা হয়েছে। এই স্মৃতিসৌধটি রয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে। এ ছাড়া ম্যারাথন উপলক্ষে তৈরি করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে নিয়ে তথ্যচিত্র।
আয়োজক ও স্থানীয়ভাবে জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছিল। ৭ অক্টোবরের মধ্যে নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়ে গেছে। নিবন্ধন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। ১৮ নভেম্বর সকাল সোয়া ছয়টায় উপজেলা শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল কনভেনশন হল থেকে এই দৌড় শুরু হবে। দুই রকম দূরত্বে এই দৌড় হবে। এর একটি ১০ কিলোমিটার দূরত্বের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা শহরতলির কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরবেন।

অপরটির দূরত্ব হবে ২১ দশমিক ১ কিলোমিটারের। এই দূরত্বের অংশগ্রহণকারীরা প্রেমনগর চা-বাগান থেকে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরে আসবেন। এই হাফ ম্যারাথনকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করতে তৈরি হচ্ছেন ১২০ জন স্বেচ্ছাসেবক। এক কিলোমিটার পরপর পানির বুথ, সড়কের বিভিন্ন মোড়ে দৌড়ের দিকনির্দেশনা, প্রাথমিক চিকিৎসার কাজে এঁরা নিয়োজিত থাকবেন।

মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ বলেন, ‘আমাদের এই আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি। চার দিনেই রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। এখনো অংশ নিতে অনেকে অনুরোধ করছেন। কিন্তু আয়োজন সুশৃঙ্খল রাখতে আমরা নতুন করে কাউকে আর নিচ্ছি না।’
সাইক্লিং কমিউনিটির আরেক অ্যাডমিন সঞ্জীব মীতৈ বলেন, ‘এবার হাফ ম্যারাথনের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে। মহামারী করোনার পর কয়েকটি লক্ষ্য নিয়ে আমরা এই হাফ ম্যারাথনের আয়োজন করেছি। বিশেষ ভাবে গুরুত্ব বহন করবে ও এই ম্যারাথন উৎসর্গ করা হবে রীর শ্রেষ্ঠ হামিদুর রহমান এর নামে। অন্যান্য দিক ও এসবে প্রাধান্য পাবে সেগুলো হলো মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরা, স্বাস্থ্য কমপ্লেক্স সুরক্ষায় দৌড়ের উপকারিতা প্রচার এবং জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করা।’

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC