তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের কারণে গত দুই বছর মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে ঈদের জামাত হয়নি। ফলে টাউন ঈদগাহে এবার হবে ঈদুল ফিতরের জামাত। টাউন ঈদগাহে সৌন্দর্য বর্ধনের লাইটিং উদ্ধোধন করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের শাহ মোস্তফা মাজার সংল্গন টাউন ঈদগাহ ময়দানে লাইটিং উদ্ধোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে। উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজবাহুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমূখ।
এসময় মেয়র ফজলুর রহমান বলেন, প্রায় ১৫৮ শত জায়গার উপর নির্মিত দৃষ্টিনন্দন ঈদগাহ ময়দান। প্রায় ১৫ হাজার মুসল্লিরা একসাথে ঈদের জামাত আদায় করতে পারবেন।
ঈদের দিন তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত। সাড়ে ৭ টায় দ্বিতিয় জামাত, সাড়ে ৮টায় তৃতীয় জামাত।