বাগেরহাট প্রতিনিধিঃ সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার প্রশ্নে পৌর প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১০টায় পৌরপ্রেস ক্লাবের নিজস্ব কার্যালয় সকল সদস্যদের সমন্বয় এ কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি সাইফুজ্জামার রিপন-এর সভাপতিত্বে ও এনায়েত করিম রাজিব’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিকতায় সততা-স্বচ্ছতা ও অধিকার নিয়ে অনেকে কথা বলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তে খবরপত্র
পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান (পাখি) সভাপতি ও দৈনিক দেশ সেবা পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাইফুজ্জামান রিপন,যুগ্ম সাধারণ সম্পাদক টি এম মনির,অর্থ ও দপ্তর তরিকুল ইসলাম মিনা,শাহ আলম তালুকদার নির্বাহী সদস্য,মো.ইসমাইল হোসেন তালুকদার নির্বাহী সদস্য,হাসানুজ্জামান বাবু নির্বাহী সদস্য প্রমুখ।
এ কমিটি আগামী ১ বছরের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।