বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আসছে রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ডিলারের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়েছে। মোরেলগঞ্জ পৌরসভায়-১২২২ ও উপজেলার ১৬টি ইউনিয়নে-১৩৮৭০ পরিবার নির্ধারিত কার্ডে ১৫ হাজার ৯২টি পরিবারের মাঝে জনপ্রতি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে (৪৬০ টাকায়) ২ লিটার সয়াবিন (প্রতি লিটার- ১১০) , ২ কেজি ডাল ( প্রতি কেজি-৬৫) ও ২ কেজি চিনি ( প্রতি কেজি-৫৫) বিক্রয় করা হয়।
পর্যায়ক্রমে উপজেলার ১৫ হাজার ৯২টি পরিবার টিসিবি এ পণ্যের আওতায় আসবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান নিবার্হী মোরেলগঞ্জ পৌরসভা মো. জাহাঙ্গীর
আলম এ পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।