এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার “হার পাওয়ার” প্রকল্পের ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস- চেয়ারম্যান মো.রাসেল হাওলাদার,মহিলা ভাইস- চেয়ারম্যান আজমিন নাহার,কমিশনার ভুমি মো.বদরুদ্দোজা ।
অন্যান্যর মধ্যে আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার,একাডেমিক সুপারভাইজার বাকী বিল্লাহ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু সালেহ,মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব,গনেশ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, পুরুষদের পাশাপাশি নারীরাও সংসারে উন্নতি করতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে সে কারণেই মূলত তাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফ্রিল্যান্সিং শিখে আয় রোজগার করে সংসারে সহযোগিতা ও শান্তি ফিরে আসবে।
সভাশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নে উপজেলায় ৪টি কোর্সে ২০ জন করে মোট ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ ল্যাপটপ বিতরন করা হয়।