এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের যুবক মিরাজ সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘন্টায়ও সন্ধান মেলেনি, উদ্ধার অভিযানে কোষ্ট গার্ডের ডুবুরী দল।
১২ মে বৃহস্পতিবার দুপুরে জাল ফেলা শেষে নোঙ্গর ফেলতে গিয়ে পায়ে রশি জড়িয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বলে নিখোঁজ মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়। মিরাজ সাগরে পড়ে যাওয়ার পরে শুধুমাত্র একবার হাত জাগিয়ে শেষ হাতছানি দিলেও তাকে উদ্ধারে সক্ষম হয়নি ট্রলারে থাকা তার সহযোগীরা বলে ভাইকে হারিয়ে বেদনা জড়িত কন্ঠে জানান তার বড় ভাই পলাশ।
মোঃ মিরাজ হাওলাদার (২৬) উপজেলার বারইখালী গ্রামের জালিয়াঘাটা এলাকার মো. নাছির হাওলাদারের ছেলে। সে গত ৩ মাস পূর্বে বিবাহীত নব-বধু রেখে ৭-৮ দিন আগে বাড়ি থেকে নিজেদের ট্রলারে বড় ভাই পলাশের সাথে সাগরে মৎস্য আহরণে যায়। বর্তমানে ঐ এলাকায় অবস্থানরত ট্রলারে থাকা লোকজন নিখোঁজ মিরাজের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তার পিতা মোঃ নাছির হাওলাদার জানান। নিখোঁজ মিরাজের আত্মীয় স্বজন,পরিবারে ও এলাকাবাসী জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
খবর পেয়ে নিখোঁজ মিরাজের বারইখালী গ্রামের বাড়ি ছুটে যান উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন শেখসহ এ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মিরাজের সন্ধান মেলেনি। এখনও নিখোঁজ মিরাজের সন্ধানে নৌবাহিনী, কোষ্টগার্ড ও বনবিভাগ সহ সংশ্লিষ্ট উদ্ধারকারী বাহিনীর সমন্বয় উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।