
এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় স্হানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলনের নেতৃত্ব একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।অপরদিকে এ উপলক্ষে দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে শিশুদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান,উপজেলা সমাজ সেবা অফিসার গৌতম রায়,উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ ও বিভিন্ন ইউপি চেয়াম্যানগন।