বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এক র্যালী বের করে।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো.ছরোয়ার হোসেনের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.হারুন অর রশীদ,আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী,উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,শ্রমিকলীগ নেতা মো. জালাল হোসেন তালুকদার প্রমুখ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করা হয়।