
এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার বিকেলে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব শাহ-ই-আলম বাচ্চু’র সভাপতিত্বে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কেএম শহিদুল ইসলাম প্রমুখ ।
উপজেলা স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৪৭ টি ইভেন্টে বিজয়ী মোট ৯৪ জনকে পুরষ্কৃত করা হয়েছে।