বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামে এক মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে অপর এক মটরসাইকেল চালক।সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের(পৌর ১নং ওয়ার্ডের ) রশিদ হাওলাদারের ছেলে। নিহতের মৃতদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।
নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে প্রাণীসম্পদ অফিসের সামনে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ জাহাঙ্গীর ও তার কলেজ পড়ুয়া ছেলে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।