বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মুল্য তালিকা না টাঙানো এবং বেশী দামে পণ্য বিক্রির অভিযোগে ৫ ব্যবসায়ীকে অর্থদন্ত দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্তরা হলেন মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী জগন্নাথ তালুকদার, ইব্রাহিম হাওলাদার, এনামুল হক মঞ্জু, নাছির জোমাদ্দার ও সুমন সাহা।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভূমি ) মো. আলী হাসান। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সোমবার (১৪ মার্চ) দুপুরে এ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে ৫ ব্যবসায়ীর মুল্য তালিকা না টাঙানো এবং বিভিন্ন প্রকারের নিত্যপ্রয়োজনীয় খাদ্য পন্যে নির্ধারিত দামের বেশী বিক্রি করে ধরা পড়েন।
বেশী দামে পন্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে (২০০৯) তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।