এনায়েত করিম রাজিব, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এর নেতৃত্বে স্বাধীনতা দিবসের র্যালী বের হয়।
দিবসটিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,পৌর প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, আওয়ামী লীগ,সহ বিভিন্ন রাজনৈতিক দল এতে অংশ নেন। ফুলেল শ্রদ্ধার আগে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শাহ-ই আলম বাচ্চু,মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাডঃ মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান,থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান আলী সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।