স্টাফ রিপোর্টার: বাহেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার ( ৭ জুন) রাত ৯ টার দিকে দুলাল শেখ(১৮) নামে এক বখাটে মাদকসেবীকে মাদক সেবন ও রাখার অপরাধে ৩ মাসের জেল এবং ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। দুলাল শেখ উপজেলার ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উঃ কালিকা বাড়ি গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রব শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকাসক্ত দুলাল শেখের প্রতি ইতোমধ্যে এলাকাবাসী ও তার পরিবার তার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে ওঠে। এসব কারণে পরিবার থেকেও সে বিচ্ছিন্ন ছিল। ঘটনার দিন ২নং ওয়ার্ডের ছাবুল শেখ নামে এক রাজযোগালীর উঠানে রাখা সাইকেলটি ভোর ৪ টার দিকে চুরি হয়ে যায়। ভুক্তভোগী রাজযোগালি সংশ্লিষ্ট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাকিম ও মহিলা মেম্বার হালিমা বেগমকে চুরির ঘটনাটি জানান। পরে তারা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে জানতে পারেন সাইকেলটি দুলাল শেখ নামের ওই যুবক চুরি করে নিয়ে মোরেলগঞ্জে নব্বই বাসস্ট্যান্ডে ভাঙ্গারীর একটি দোকানে বিক্রি করে।
পরে তারা স্থানীয়দের সহযোগিতায় দুলালকে আটক করে ও তাকে তল্লাশি করে তার কাছে ৫ গ্রাম গাঁজা পায়। তার দেওয়া তথ্যানুযায়ী সাইকেলটিও উদ্ধার করা হয়। পরে মেম্বারেরা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আকরামুজ্জামানকে জানান এবং দুপুর ২ টায় চেয়ারম্যানের নিকটে দুলালকে হস্তান্তর করে। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমকে জানান। রাত সাড়ে ৮ টারদিকে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামী দুলাল শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মোরেলগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন ও সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন।