এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় আয়োজনে জনপ্রতিনিধিদের নিয়ে “নিরাপদ খাদ্য বিষয়ক” জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান । এতে মুল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বাগেরহাট জেলা কর্মকর্তা নাজমুস সুলতানা সিমা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,পৌর ছাত্রলীগ সেক্রেটারি মোস্তাক বিল্লাহ রুপম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলরগন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা।