এনায়েত করিম রাজিব, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিভিন্ন পেশার মানুষ।
পরে আনন্দ র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সহকারী কমিশনার (ভুমি) মো. আলী হাচান,অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন, থানা অফিসার ইনচার্জ শাহজাহান আহমেদ, উপজেলা ভাইস- চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ ।
দিবসটি যথাযথ পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান সপ্তাহব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসুচি পালন করেছে।এবং বিকেলে ৩ টায় স্হানীয় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।