বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙ্গনে বাড়িঘর বিলীন হয়ে যাওয়া অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুর্নবাসন সহায়তা তহবীল থেকে বরাদ্দকৃত ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ভাঙ্গন কবলিত নদীর তীরবর্তী মোরেলগঞ্জ সদর, বলইবুনিয়া, খাউলিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের মোট ৩২টি পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রকণ্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান ও মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা উপস্থিত ছিলেন।
Drop your comments: