এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ জাহাঙ্গীর আলম।এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ থানার ওসি মোঃ সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম , বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিকসহ অন্যান্য প্রতিনিধি।
সভায় বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।