এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ ’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সিসিডিবি,পানি ও জীবন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রোকন উদ্দিন মোরেলগঞ্জ সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা প্রবীর কুমার দেবনাথ প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।