এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোরেলগঞ্জ শাখার আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় এলাকার বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে অংশ নেয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা। পরে জন্মাষ্টমী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুজা উদযাপন কমিটির সভাপতি কমিশনার শংকর কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আমিরুল আলম মিলন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান,ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজিনুর রহমান পলাশ,বাবু স্বপন কুমার সাহা প্রমুখ।আলোচনা সভা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।