
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবা সহ হরিচাদ পোদ্দার ধলু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তাকে তেতুলবাড়িয়া এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ আটক করে। পরে কৃষিব্যাংক সংলগ্ন তার বসতঘরে তল্লাশি চালিয়ে আরও ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।সে পৌর সদরের মৃত. প্রফুল্ল পোদ্দারের ছেলে। ধলু পোদ্দার মোরেলগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির পৌর শাখার সাধারণ সম্পাদক।এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ধলু পোদ্দার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা তাকে নজরদারিতে রেখেছিল।
গতরাতে সে ইয়াবার একটি চালান পৌছে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। এবং তার ঘর তল্লাশি করেও ৫শ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।