বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গোয়াল ঘর থেকে গরু নিয়ে জবাই করে মাংস চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আঃ রাজ্জাক হাওলাদার রবিবার সন্ধ্যায় তার ৫টি গাভী ও ১টি বলদ গরু গোয়ালঘরে বেঁধে রাখে। সকালে তিনি গোয়ালঘরে গিয়ে একটি গরু দেখতে
না পেয়ে খুঁজতে বের হয়। দিনভর খোজাঁখুজির পর বাড়ির অদূরে একটি পরিত্যক্ত বাড়িতে গরুর মাথা,পা
,চামড়া পাওয়া যায়। ধারনা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা গরুটি নিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক অভিযোগ দায়ের
করেন।
Drop your comments: