বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এ্যাড.শাহ-ই আলম বাচ্চু চেয়ারম্যান উপজেলা পরিষদ ,চিপ স্পিকার হিসেবে ছিলেন মো.রফিকুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট,কি নোট স্পিকার কৃষিবিদ জনাব শেখ ফজলুল হক মনি প্রকল্প পরিচালক খুলনা,স্বাগত বক্তা ছিলেন আকাশ বৈরাগী উপজেলা কৃষি অফিসার,বিশেষ অতিথি ছিলেন জনাব মোজাম্মেল হক মোজাম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ফাহিমা খানম মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী,রিপন তালুকদার,রিপন দাশ,উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষক ভাই সহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।