বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ইব্রাহিম শেখ (৪০), নামে এক ভ্যান চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি হোগলাবুনিয়া ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামে। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। গুঞ্জন রয়েছে স্ত্রীর পরকীয়ার কারনে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারে।নিহতের ছেলে আলম শেখ জানায়, রোববার দুপুরের দিকে তার পিতা বাড়িতে খাবার খেতে আসেন। এ সময় ঘরে থাকা চালের পোকা নিধনের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। নিহতের স্ত্রী তখন পাশের বাড়িতে ছিলো। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন।
স্থানীয়দের ধারনা দীর্ঘদিন পারিবারিক কলহ ও পরিকিয়ার কারনে আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, নিহত ভ্যান চালকের আত্মহত্যার বিষয়টি শুনে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।