বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত এবং সাথে অভিযান পরিচালনা করে অর্থ দন্ড করেছেন ভাটা মালিককে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকা থেকে ১.৩০ পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নে গাবগাছিয়া গ্রামে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোঃ মাসুদ শেখ, পিতাঃ মৃত মজিবর শেখ নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে আবাসিক এলাকায় খোলা অবস্থায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করছেন। অননুমোদিত এই লোকাল ভাটার কোন সরকার প্রদত্ত কাগজ বা অনুমতিপত্র নেই। ফলে এলাকার মানুষসহ আশেপাশের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এই অপরাধে তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। অননুমোদিত ভাবে প্রস্তুতকৃত কাঁচা ইট পানি দিয়ে বিনষ্টিকরণ করা হয়। পানি দ্বারা আগুন নিভানো হয় এবং অর্ধপ্রস্তুত ইটগুলো বিনষ্ট করা হয়। মোরেলগঞ্জ থানার আওতাধীন দৈবজ্ঞহাটি পুলিশ ক্যাম্পের একদল চৌকস পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ এর সহযোগিতায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।