
এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের মিরাজ নামের এক যুবক সাগর উপকুল কালামিয়া চর এলাকায় মাছ শিকার করতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ।
১২ মে বৃহস্পতিবার দুপুরে জাল ফেলা শেষে নোঙ্গর ফেলতে গিয়ে পায়ে রশি জড়িয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বলে নিখোঁজ মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়।
মোঃ মিরাজ হাওলাদার (২৬) উপজেলার বারইখালী গ্রামের জালিয়াঘাটা এলাকার মো. নজির হাওলাদারের ছেলে। সে ৭/৮ দিন পূর্বে বাড়ি থেকে নিজেদের ট্রলারে বড় ভাই পলাশের সাথে সাগরে মৎস্য আহরণে যায়। বর্তমানে ঐ এলাকায় অবস্থানরত ট্রলারে থাকা লোকজন নিখোজ মিরাজের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তার পিতা মোঃ নাছির হাওলাদার জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোজ মিরাজের সন্ধান মেলেনি। এ অবস্থায় নিখোজ মিরাজের পিতা নৌ-বাহিনী কোষ্টগার্ড ও বনবিভাগসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী বাহিনীর সহযোগীতা কামনা করছেন।