লাশ শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার মোহাম্মদপুরের কলেজছাত্র তানভীর আহমেদ জিসান হত্যার রহস্য উদযাঘটন করেছে পুলিশ। এঘটনায় মানিকগঞ্জ থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল ছিনিয়ে নেয়ার ক্ষোভ এবং প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর হাজী মকবুল হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র তানভীর আহমেদ জিসান গত ১৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ১৮ নভেম্বর মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিসাবে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় পরে তার লাশ দাফন করা হয়।
কিন্তু দুইদিন আগে ছবি ও জামাকাপড় দেখে স্বজনরা জিসানের লাশ শনাক্ত করে। এরপরই হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশ। শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তারা হত্যার মূল পরিকল্পনাকারী জিসানের বন্ধু রাব্বি ওরফে প্রান্তিকসহ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জনকে গ্রেফতার করে।
মানিকগঞ্জের শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়ার ঘটনা এবং প্রেমঘটিত কারণে জিসানকে ডেকে এনে হাত বেঁধে আসামিরা ছুরিকাঘাত করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়।