ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে ঠাকুরগাঁওয়ে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে।
সাম্প্রদায়িক অস্থিরতা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।
Drop your comments: