ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাইফুল আহমেদ (২৯) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শনিবার রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার জানান, ফুলগাজী থেকে ফেনী যাচ্ছিলেন সাইফুল ও মাসুম মির্জা। কাজিরবাগে চেয়ারম্যান নার্সারির কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতাল মর্গে আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।