ভোলার মনপুরায় মোটরসাইল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ছাত্রলীগ নেতা।
শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এ ঘটনা ঘটে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত ছাত্রলীগ নেতার নাম মো. নুরুল ইসলাম নাহিদ (২২)। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা নাহিদ। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওসি জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া চলমান।