ময়মনসিংহের মুক্তাগাছায় স্বাগতম চৌধুরী (২১) নামে এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার ভোরে মুক্তাগাছা পৌরসভার হরিজন সেবাপল্লি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বাগতম চৌধুরী হরিজন সেবাপল্লির অনিল চৌধুরীর ছেলে।
হরিজন সেবাপল্লির সভাপতি তন্ময় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, অনলাইনে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেখে বাবার কাছে নতুন মোটরসাইকেল ও আইফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিলেন স্বাগতম।
বাইক ও আইফোন কিনে দেবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার রাতে বাবার কাছে জানতে চান তিনি। তার বাবা ঈদের পর কিনে দেওয়ার কথা বললে অভিমান করে শুক্রবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস নেন স্বাগতম। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
নিহতের বাবা অনিল চৌধুরী বলেন, ঈদের আগে মোটরসাইকেল ও আইফোন কিনে দিতে বলেছিল স্বাগতম। টাকার সমস্যা থাকায় ঈদের পর কিনে দেওয়ার কথা বলেছিলাম। ঈদের আগে কেন কিনে দিলাম না- এ অভিমানে সে আত্মহত্যা করেছে।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছে। ময়নাতদন্তে আপত্তি থাকায় এবং কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।