তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালগরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমির মিয়া (৭০) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে নামাজ শেষে গোয়ালবাড়ী হালগরা মসজিদ থেকে বের হয়ে রাস্তায় হাটতে থাকলে একই এলাকার শাহীন আহমদ (২৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে যাবার পথে জমির আলীকে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মোটরসাইকেল চালক শাহীন আহমদও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে তাকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।