বাগেরহাট জেলা প্রতিনিধিঃ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে হরিণের মাথা, ভূড়ি, পা ও চামড়াসহ মাংস জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৪ এপ্রিল) আনুমানিক ৭:৪৫ মিঃ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি হরিণের মাথা, ০২ টি চামড়া, ০১ টি ভূড়ি, ০৪ টি পা ও ০৪ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংস পরিত্যাক্ত অবস্থায় জব্দ করে।
অভিযানে হরিণ শিকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাথা, চামড়া, পা, ভূড়ি ও মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: