বাগেরহাট প্রতিনিধিঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে মোংলায় এক হাজার অসহায় দুস্থ ও গরীব রোগী কে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও ঔষদ বিতরন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রবিবার (২০ মার্চ) সকালে মোংলা উপজেলার খান জাহান আলী বাজারে খেনকারের বেড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক দিন ব্যাপি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আনসার ভিডিপি,র খুলনা রেঞ্জের উপ- মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বীসহ বাহিনীটির অনেক কর্মকর্তা ও দলনেতা ও দল নেত্রী। উপস্থিত রোগীদের সিকিৎসা সেবাদেন, আনসার ভিডিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তানভির মোর্শেদ ও অবসর প্রাপ্ত ডিপুটি সিভিল সার্জন মইন উদ্দিন মোল্লা ও মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফয়সাল। আনসার ভিডিপির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ঔষদ পেয়ে খুবই উপকৃত হয়েছেন খুশি স্থানীয়রা। তাদের দাবী ভবিষ্যতে বিভিন্ন সংস্থা বা বাহিনীর উদ্যেগে এমন ব্যবস্থা মাঝে মাঝে করা হোক। তাহলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকা অসহায় মানুষ গুলো উপকৃত হবে।
এসময় বাংলাদেশ আনসার ভিডিপি,র খুলনা রেঞ্জের উপ- মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন,আগামী দিন গুলোতে পর্যায় ক্রমে সারা বাংলাদেশে এমন সেবা মুলক কর্মকান্ড পরিচালনা করবে আনসার ভিডিপি বাহিনী। তারই ধারাবাহিকতায় মোংলায়ও থাকবে তাদের এ কার্যক্রম।