বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসকের কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও মোংলা পৌর ও উপজেলা আ’লীগের উদ্যোগে আ’লীগ কার্যালয় উপজেলা আ’লীগের সভাপতি শুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।