খুলনায় মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগে ডিবির এসআই জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (৮ ডিসেম্বর) মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, মোংলা থেকে ভুক্তভোগী নারী তার মেয়েকে ডাক্তার দেখানোর জন্য খুলনায় আসেন। রাতে থাকার জন্য মহানগরীর সুন্দরবন হোটেলের তিন তলার একটি কক্ষে ওঠেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ডিবির এসআই জাহাঙ্গীর আলম কক্ষে ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণ করে। এ সময় বাঁধা দেওয়ায় মেয়েকেও ধর্ষণের হুমকি দেয়।
এক পর্যায়ে ভুক্তভুগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে ধরে পুলিশে সোপর্দ করে। ভুক্তভুগীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে খুলনা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিজ সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।