মোহাম্মদ মিলন আকতার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মেয়ের বিয়ে দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল এক গার্মেন্টস কর্মীর। গতরাত, ৮ ঘটিকার সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১৩ মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মন্জুর আলম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়। নিহত মন্জুর আলম ঢাকার হেমায়েতপুরের একটি গার্মেন্টসে চাকুরী করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগের স্বামী – স্ত্রী মিলে পাড়ি জমান ঢাকার হেমায়েতপুরে। নিহত মন্জুর আলমের মেয়ে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন এবং তার মামা রংপুরে চাকরি করতেন। মামা ঠিক করেছে ভাগ্নির বিয়ে তাই তো বিয়ে দিতে এসে ছুটে এসেছে মন্জুর আলম ও তার স্ত্রী । জানা যায়, গত ১৩ ই আগস্ট একটি নৈশ কোচে রংপুরে এসে পৌঁছান তারা । স্ত্রীকে ভাইয়ের বাড়িতে রেখে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের রংপুরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নিজ গ্রাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের সুকানি পাড়া গ্রামের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। বাড়িতে আসার পথে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১৩ মাইল নামক স্থানে কোচের ধাক্কায় নিহত হয় গার্মেন্টস শ্রমিকের । আরো জানা যায়, আগামীকাল ১৫ ই আগস্ট মেয়ের বিবাহ সম্পন্ন হতো। এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।