মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও সিলেট । সিলেটে ৫ দশমিক ১ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার (২৫ মে) রাত ৮টা ৪২ মিনিটে ভূমিকম্প শুরু হয়ে কয়েকবার ঝাঁকুনির দেয়। অবশ্য ভূকম্পনের ফলে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে। ঢাকা থেকে ৩৬৬ কিলোমিটার দূরে। রিখটার স্কেলের ৫.১ মাত্রার ভূমিকম্প ছিল। এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
Drop your comments: