আফগানিস্তানের প্রথম স্বাধীন নিউজ চ্যানেল টোলো নিউজের এক সাংবাদিকের মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
টোলো নিউজের পক্ষ থেকে জিয়ার ইয়াদ খান নামে ওই রিপোর্টারের মৃত্যুর খবর জানালেও তার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এই খবর মিথ্যা বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে টোলো নিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে রিপোর্টার জিয়ার ইয়াদ খানের মৃত্যুর কথা জানানো হয়। এতে বলা হয় , কাবুলের হাজি ইয়াকুব ইন্টারসেকশনে দারিদ্র, বেকারত্ব নিয়ে প্রতিবেদন করার সময় রিপোর্টার জিয়ার ইয়াদ খান ও তার ক্যামেরাম্যানের উপর হামলা করে তালেবান।
তালেবান যোদ্ধারা ইয়াদ খানকে হত্যা এবং ক্যামেরাম্যানকেও মারধর করেছে বলেও দাবি করে টোলো নিউজ।
তবে এর কিছুক্ষণ পর জিয়ার ইয়াদ খান নিজেই টুইটারে লেখেন, ‘কাবুলের নতুন শহরে রিপোর্টিংয়ের সময় আমাকে তালেবান পিটিয়েছে। ক্যামেরা, ইলেক্ট্রনিক যন্ত্রপাতি এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। কিছু মানুষ আমার মৃত্যুর খবর ছড়িয়েছে, যা মিথ্যা। তালেবান যোদ্ধারা একটি সামরিক ল্যান্ড ক্রুজার গাড়ি থেকে বেরিয়ে আসে আর আমাকে বন্দুকের মুখে মারপিট করে।’
অন্য এক টুইটে তিনি লেখেন, ‘আমি এখনও বুঝতে পারছি না কেন তালেবান আমার সঙ্গে এরকম ব্যবহার করল। তালেবান নেতারা এই খবর পেয়েছেন নিশ্চয়ই। হামলাকারীরা এখনও গ্রেফতার হয়নি। যা এ দেশে মত প্রকাশের অধিকারের পরিপন্থী।’