মুসাফ্ফায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সনজিত কুমার শীল, আরব আমিরাত: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুসাফ্ফা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ২৭ অক্টোবর আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফা সানাইয়ায় একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুসাফ্ফা যুবদলের সভাপতি মোঃ শাহজাহান মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ আব্দুল জলিল, উপদেষ্টা মোঃ মাসুম মিয়া, সহ-সভাপতি ওসমান পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ইলিয়াস অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ শিকদার এবং মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগমসহ আরও অনেকে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। দল থেকে যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার হয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের অগ্রাধিকার নিশ্চিত করবে, বিমানবন্দরে হয়রানি বন্ধ করবে এবং প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করবে। এছাড়া তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান, যারা বিএনপি চেয়ারপারসন ও দলের জন্য নিবেদিতভাবে কাজ করছেন, তাদের সহযোগিতা করার জন্য।

সভায় আরও বক্তব্য রাখেন রুহুল আমিন, মোহাম্মদ মোরশেদ আলম, আবুল কাশেম, মোঃ রাশেদ, আবুল কালাম আজাদ, শাকিল মিয়া, লিটন মিয়া, মেহেদী হাসান নয়ন, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলমগীর, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কামাল হোসেনসহ আরও অনেকে।

আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Share: