বাংলা এক্সপ্রেস ডেস্কঃ করোনভাইরাস মহামারির কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশের হয়ে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকের রহিম। সেটি ২০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় কিনে নিয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি। ব্যাটটি তিনি কিনেছেন তার আফ্রিদি ফাউন্ডেশনের ব্যানারে।
করোনাদুর্গত মানুষদের সহায়তায় ক্রিকেটাররা নানামুখী উদ্যোগ নিয়েছেন। গত শনিবার রাতে মুশফিকুর রহিম তার ব্যাটটি নিলামে উঠিয়েছিলেন। কিন্তু ভালো একটি উদ্যোগ ভুয়া বিডারদের কারণে ভেস্তে যেতে বসেছিল। এই কারণে মুশফিকের নিলাম কয়েক ঘন্টা বন্ধও ছিলো। অনলাইনে আকাশছোঁয়া দাম উঠলেও বেশিরভাগ ব্যক্তিই বিড করছেন ‘ভুয়া আইডি’ ব্যবহার করে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি, করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিজের প্রিয় সেই ব্যাট নিলামে তুলেছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার। অনলাইন নিলাম শেষ হয় বৃহস্পতিবার। শুক্রবার রাতে ফেসবুকে মুশফিক নিজেই বিজয়ীর নাম জানান।
বাংলাদেশের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান ভুয়া বিডারদের অপতৎপরতায় ব্যথিত, এদের জানিয়েছেন ধিক্কার, ‘আমি ধিক্কার জানাতে চাই তাদের যারা ভুয়া বিড করেছেন। আপনারা শুধু আমার নামকে ছোট করেননি, বাংলাদেশের ক্রিকেটকে ছোট করেছেন। আপনাদের এই বিডের খবর সারাবিশ্বে পৌঁছে গেছে।’