কর্ণাটকের আলোচিত হিজাবি কন্যা মুসকান খানের মৃত্যুর খবরটি গুজব। কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসকানের মৃত্যুর খবর নিয়ে বেশ আলোচনা চলছিল।
মুসকানের পরিবারের বরাত দিয়ে মানবাধিকারকর্মীরা নিশ্চিত করেন, বেঁচে আছেন এই বিপ্লবী শিক্ষার্থী। শুধু তাই নয়, বাবার সাথে তিনি এখন পবিত্র ওমরাহ পালন করার জন্য সৌদি আরব ভ্রমণ করছেন। ইতোমধ্যে কাবা শরিফের সামনে তার একটি ছবিও পোস্ট করা হয় টুইটারে। সেখানে বলা হচ্ছে, দেশে না থাকায় একটি স্বার্থান্বেষী মহল মুসকানের মৃত্যুর খবর ছড়িয়েছে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাসরুমে হিজাব নিষিদ্ধ করা হয়। বিক্ষোভের মধ্যেই কলেজে বোরকা পরে গেলে, কট্টরপন্থীদের মুখোমুখি হন এই মুসলিম তরুণী। ভয় না পেয়েই ‘আল্লাহু আকবর’ বলে পাল্টা জবাব দেন তিনি। এ ঘটনা নিয়ে দেশ-বিদেশে বেশ আলোচনা হয়। ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন মুসকান।