ভারতের মুম্বাই বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে একটি মালামাল বহনকারী ভ্যানে আগুন লাগে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের কাছে এই আগুন লাগার ঘটনা ঘটে। জামনগরগামী বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিলেন।
ওই সময়কার ভিডিওতে দমকলবাহিনীর কর্মীদের দুই মালমালবাহী ভ্যানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিংবা কেউ আহত হননি।
Drop your comments: