তিমির বনিক, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যোগীমোড়া গ্রামের বাসিন্দা শিপ্রা দেবী (৪১)। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জুড়ী থানার তত্ত্ববধানে শিপ্রা দেবীকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী এই কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে রবিবার আনুষ্টানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। এসময় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্দ্যোগে দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য ভূমিসহ বাড়ী উপহার ও প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা।
উপকারভোগী শিপ্রা দেবী বলেন, এখন আর ঝড় বৃষ্টির দিনে কষ্ট করতে হবে না। টানাপোড়নের সংসারে ভাঙা ঘর যেখানে মেরামত করার মত সাধ্য নেই, সেখানে এতো সুন্দর একটা পাকা গৃহে ঘুমাতে পারব তা স্বপ্নেও ভাবিনি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ বিভাগকে আমার কষ্টে পাশে দাড়ানো জন্য।
গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বলেন, শিপ্রা দেবী খুবই অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন। ঘর পয়ে তার কষ্ট লাঘব হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাকে প্রতিবছর সহায়তা করা হবে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারাদেশের ন্যায় জুড়ী থানার তত্ত্বাবধানে একজন অসহায় মহিলাকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আজকে আনুষ্টানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আমরা পুলিশ বাহিনী অসহায় এ মহিলার মুখে হাঁসি ফোটাতে পেরে পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে গর্বিত মনে করছি।